নীরবতার প্রাচীরের পিছনে গনহত্যা – ৫ই মে ২০১৩

৫ই মে ২০১৩। শাপলার গণহত্যার পর দেশজুড়ে নেমে আসে এক বিভীষিকাময় নীরবতা। আতঙ্ক এতটাই গভীর ছিল যে, কেউ মুখ ফুটে কিছু বলার সাহস পায়নি।

মাদ্রাসাগুলোতে বারবার এজেন্সির লোকজন হানা দিত, নিখোঁজদের তালিকা খুঁজত। যেখানেই কোনো ছাত্রের নাম মিলত, সেখানকার শিক্ষকদের ওপর নেমে আসত নিপীড়নের ভয়াল ছায়া। ইয়াতিমদের খোঁজ নেওয়ার কেউ ছিল না—কান্নার কোনো স্বজন ছিল না। যাদের পরিবার ছিল, তারা রাত-দিন দুঃস্বপ্নের মধ্যে দিন কাটাত, হুমকির ভয়াল ছোবলে জর্জরিত হতো। কেউ প্রতিবাদ করতে সাহস পায়নি। কেউ বুক ফেটে কান্না চেপে থানায় গেলেও, তাদের অভিযোগ গ্রহণ করা হয়নি।

অনেক পরিবার চোখের সামনে আপনজনের হারিয়ে যাওয়ার যন্ত্রণা সয়ে গেছে, তবু লাশ চাওয়ার সাহস করেনি। তারা জানত, এ অন্যায়ের বিরুদ্ধে কথা বলার পরিণতি আরও ভয়ংকর হবে। ন্যায়বিচারের স্বপ্ন তো অনেক আগেই মাটিচাপা পড়ে গেছে। তালিকা তৈরি করা, তথ্য সংরক্ষণ করা, ন্যূনতম প্রশ্ন তোলারও সাহস হয়নি কারও। পুরো দেশ যেন এক ভীত-সন্ত্রস্ত কবরখানায় পরিণত হয়েছিল।

কিন্তু পৃথিবীর অপর এক প্রান্ত থেকে একজন ভিনদেশি সেই সাহস করেছিলেন, যা আমরা নিজের দেশে থেকেও করতে পারিনি। তিনি শাপলা চত্বরের নারকীয় হত্যাযজ্ঞের বিরুদ্ধে প্রকাশ্যে আওয়াজ তুলেছিলেন, দৃঢ় কণ্ঠে প্রতিবাদ করেছিলেন। শুধু তাই নয়, তিনি এই নিষ্ঠুরতার চিত্র বিশ্বের সামনে তুলে ধরতে ডকুমেন্টারি নির্মাণ করেছিলেন। তিনিই প্রথম এই ঘটনাকে ‘গণহত্যা’ বলে অভিহিত করেছিলেন।

তিনি হলেন শহীদ ড. আয়মান আল যাওয়াহিরি রহমাতুল্লাহি আলাইহি। তাঁর বক্তব্য ও শাপলা চত্বরের ভয়াবহতার ওপর নির্মিত প্রথম ডকুমেন্টারিটি ছিল Massacre Behind The Wall Of Silence বা নীরবতার প্রাচীরের পিছনে গনহত্যা। এটি ২০১৩ সালে প্রকাশ করা হয়েছিলো।

হ্যাঁ, তিনিই সেই সংগ্রামী মানুষদের একজন, যারা সারাবিশ্বের মজলুমদের পক্ষে বারবার আওয়াজ তুলেছেন। গা’যা, সিরি’য়া, কাশ্মীর, সোমালিয়া, আফগানিস্তান, উইঘুর—যেখানেই অবিচার, সেখানেই তিনি দাঁড়িয়েছেন নিপীড়িতদের পাশে। উম্মতের কান্নায় তিনি নিজেও কেঁদেছেন, ব্যথিত হয়েছেন, লড়াই করেছেন। আমাদের নিজেদের জন্য আমরা যা করতে পারিনি, তিনি আমাদের চেয়েও বেশি ভালোবেসেছেন পুরো উম্মতকে। আল্লাহ তাঁর শাহাদাত কবুল করুন, রহম করুন তাঁর উপর।

সেই বিখ্যাত ডকুমেন্টারির ভিডিও লিংক ও পিডিএফ লিংক দেওয়া হলো। সেসময়ের আরোও কিছু ফাইল ছবি সংযুক্ত করা হলো যা হয়তো আপনি এখনো দেখেননি।

[ভিডিও] নীরবতার প্রাচীরের পিছনে গনহত্যা (বাংলা ডাবিং)

(ভিডিও প্লে না হলে ডাউনলোড বাটনে ক্লিক করুন)

নীরবতার প্রাচীরের পিছনে গনহত্যা


[পিডিএফ] যারা শুধুমাত্র পিডিএফ পড়তে চান তাদের জন্য (বাংলা)

Previous Post Next Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *